বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে জাতীয় শোকদিবসে রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহমেদের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সবস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এরপর সকাল সাড়ে ১০টার দিকে রাজউকের প্রধান কার্যালয়ে ১৫ আগস্টে নিহত শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধন করেন রাজউক চেয়ারম্যান।
রাজউকের মসজিদে সকাল ১১টার দিকে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মাহফিলের পর গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এ সময় রাজউক চেয়ারম্যান বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে আজ আমরা শপথগ্রহণ করছি, একটি পরিকল্পিত নগরী ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে রাজউক পরিবার কাজ করবে।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
আরকেআর/আরবি/