ট্রেন বিকল হওয়ায় সড়কের দু’পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। ছবি: বাংলানিউজ
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে ট্রেন বিকল হয়ে পড়ার প্রায় তিন ঘণ্টা পর সচল হয়েছে ট্রেন চলাচল। এতে সড়কের দুই পাশের তীব্র যানজট ধীরে ধীরে কমতে শুরু করেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১টায় বিকল হওয়ার পর ৩টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল সচল হয়।
চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার মোস্তফা বাংলানিউজকে বলেন, দুপুর ১২টা ২০ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি দুপুর ১টা ৭ মিনিটে চাষাঢ়া স্টেশন থেকে কেন্দ্রীয় স্টেশনে যাওয়ার পথে বিকল হয়ে পড়ে।
ওই সময়ে ট্রেনের দু’পাশে ব্যারিয়ার ফেলা ছিল। ট্রেন বিকল হওয়ায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, দুপুর ৩টা ৫৫ মিনিটে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেনটি চালু হলে যান চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
একে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।