ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে বাংলা একাডেমির শ্রদ্ধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে বাংলা একাডেমির শ্রদ্ধা

গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বাংলা একাডেমি মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।



এ সময় অন্যান্যের মধ্যে মহাপরিচালকের স্ত্রী যোরা সিরাজী, বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী, উপ-পরিচালক আমিনুর রহমান, সহ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম, প্রকাশন অফিসার এস এম জাহাঙ্গীর কবীর ও আলোকচিত্র শিল্পী মুহাম্মদ মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।