বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে দাকোপের চালনা পৌরসভার বৌমার গাছতলা এলাকা থেকে তিনি পালিয়ে যান। দাকোপ থানা পুলিশ বাসে করে তাকে খুলনার আদালতে নিয়ে আসছিল।
পলাতক ইব্রাহিম খাঁ চালনা পৌরসভার আচাভূয়া গ্রামের আফতাব খাঁর ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যায় দুই পিস ইয়াবাসহ আচাভূয়া বাজার থেকে ইব্রাহিমকে আটক করে দাকোপ থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় বাসে করে তাকে খুলনায় আনার প্রস্তুতি চলছিল। এজন্য ভ্যানে করে চালনা পৌরসভার বৌমার গাছতলা এলাকা আনা হয়। সেখানে বাসে ওঠানোর সময় ইব্রাহিম পালিয়ে যান। এসময় তার হাতে হ্যান্ডকাপ ছিল।
এ ব্যাপারে দাকাপে থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী জানান, পলাতক ইব্রাহিমকে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এমআরএম/এএ