বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়।
এদিন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে শিশুদের নিয়ে তিনটি বিভাগে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরপর বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা সভা, দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেওয়া হয়।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মো. মুনীর চৌধুরী বলেন, স্বাধীনতা যুদ্ধ না হলে আমরা শিক্ষা-দীক্ষাসহ সবকিছুতে পিছিয়ে থাকতাম। তোমাদের মধ্য থেকে শিক্ষক, চিকিৎসক হবে। তোমরাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, শিশুদের মোবাইলে ফোনের আসক্তি কমাতে হবে। শিক্ষণীয় নয়, এমন কার্যাবলি থেকে বিরত রেখে তাদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
আরকেআর/একে