বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে সার্কিট হাউজ মাঠে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সহ-সভাপতি আমিনুল হক শামীমের নেতৃত্বে দলের নেতাকর্মীরা।
পরে নগরীর বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর আয়োজনে অন্তত ১৫টি অনুষ্ঠানে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করেন এ দুই নেতা।
সকালে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম ও সহ-সভাপতি ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুর নেতৃত্বে নগরীর শিববাড়ি রোডে দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নগরীর ৩৩টি ওয়ার্ডে দুপুর থেকে ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমানের উদ্যোগে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
এছাড়া শহরের প্রতিটি ওয়ার্ডে গণভোজ, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের পাশাপাশি বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এমএএএম/একে