বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার চরমধুয়া গ্রামের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জলিল ওই এলাকার বাসিন্দা।
নকলার চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, সকালে নামাপাড়া এলাকার মোশারফ হোসেনের কাছে মজুরির ৭শ’ টাকা পাওনা চাইতে যান জলিল। সেসময় টাকা নিয়ে ওই দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে জলিলকে ধরে মাটিতে আছাড় দেন মোশারফ। এতে ঘটনাস্থলেই জলিলের মৃত্যু হয়। খবর পেয়ে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে।
শেরপুরের পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান ওই ইউপি চেয়ারম্যান।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এসআরএস