মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
মূলত নিটিং সেকশনের একটি মেশিনে স্পার্ক থেকে ছোট আগুনের পর ধোঁয়া বের হতে থাকে।
পোশাক কারখানাটি নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। পরে একটি ইউনিট ভেতরে ঢুকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
আরবি/