মাছ হাতে জেলে গোপাল হালদার। ছবি: বাংলানিউজ
রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২০ কেজি ওজনের বিশাল আকৃতি একটি রুই মাছ।
মঙ্গলবার (২০ আগস্ট) ভোরে দৌলতদিয়া পদ্মা নদীতে গোপাল হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সকালে মাছটি ফেরি ঘাটে আনা হলে একনজর দেখতে শত শত মানুষ ভিড় করে।
পরে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি কিনেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। পরে তিনি বেশি দামে বিক্রির আশায় মাছটি ঢাকায় পাঠান।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।