মঙ্গলবার ( ২০ আগস্ট) সকাল থেকে কর্মবিরতি শুরু করে খনির কয়লা উৎপাদন কাজে নিয়োজিত চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি'র বাংলাদেশি শ্রমিকরা।
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, হঠাৎ করে গত ১৭ আগস্ট ঠিকাদার এক্সএমসি-সিএমসি কোনো কারণ ছাড়াই ১০ শ্রমিককে ছাটাই করে।
বড়পুকুরিয়া কয়লা খনির জেনারেল ম্যানেজার (জিএম- প্রশাসন) সাইফুল ইসলাম সন্ধ্যা ৭টার দিকে বাংলানিউজকে জানান, এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান শ্রমিক কর্মবিরতির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসএইচ