মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।
জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (অ: দা:) অসীম কুমার তালুকদার সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
হারুন-অর-রশিদ সাবেক জিএম খোন্দকার শহিদুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। খোন্দকার শহিদুল ইসলামকে পদোন্নতি দিয়ে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) করা হয়েছে। এডিজি (অবকাঠামো) হিসেবে তিনিও মঙ্গলবার যোগ দিয়েছেন।
এদিকে প্রকৌশলী হারুন-অর-রশিদকে পশ্চিম রেলওয়ের মহা-ব্যবস্থাপক করা হলেও তার চাকরির মেয়াদ আছে আর মাত্র দেড় মাস। রেলওয়ে সূত্রগুলো বলেছে, চাকরি জীবনের শেষ সম্মান হিসেবে তাকে এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসএস/এএ