মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় ইউনিয়নের ঘাগড়া গ্রামের একটি মুরগীর খামার থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। সজিব একই ইউনিয়নে সুফিয়াবাদ গ্রামের দেলোয়ার মির্জার ছেলে।
পিবিআই ও স্থানীয় সূত্র জানায়, ঈদুল আজহার পরদিন নিখোঁজ হয় সজিব। পরে তাকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও না পেয়ে স্বজনরা থানায় জানায়। পরে এ ঘটনায় মানিক নামে একজনকে আটক করে পিবিআই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী ঘাগড়া গ্রামের একটি মুরগীর খামার থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।
ফেনী পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম বাংলানিউজকে বলেন, একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৯
এসএইচডি/এসআরএস