মঙ্গলবার (২০ আগস্ট) দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব বরাবরে পাঠানো হয়।
এতে বলা হয়েছে, দুদক আইন-২০০৪ এর তফসিলভুক্ত অপরাধসমূহ তদন্ত করে বিচারার্থে বিজ্ঞ আদালতে দাখিল করা হয়।
আরও বলা হয়েছে, টেপ রেকর্ড, টেলিফোন আলাপন ও ভিডিও ক্যাসেটে ধারণকৃত তথ্য উপাত্ত বিচারকালে প্রাসঙ্গিক মর্মে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে। প্রতিবেশি দেশ ভারত ইলেকট্রনিক রেকর্ডের সাক্ষ্য মূল্য প্রদানের নিমিত্ত সাক্ষ্য আইন-১৮৭২ ধারা বিভিন্ন নতুন বিধানাবলী সংযুক্ত করেছে। বর্তমান প্রেক্ষাপটে ইলেকট্রনিক রেকর্ডকে সাক্ষ্য মূল্য দেওয়া পূর্বক বাংলাদেশে বিদ্যমান সাক্ষ্য আইন-১৮৭২ এ এসংক্রান্ত নতুন বিধানাবলী সংযোজন প্রয়োজন মর্মে কমিশন মনে করে। তাই সব বিচারিক কার্যক্রমে ইলেকট্রনিক রেকর্ডকে সাক্ষ্য প্রমাণ হিসেবে ব্যবহারের নিমিত্ত সাক্ষ্য আইন-১৮৭২ যুগোপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এসএমএকে/টিএম/এসআরএস