মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় তারা ঘটনাস্থলের কাছেই একটি নিরাপত্তাবাহিনীর ক্যাম্পে আশ্রয় নেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, সন্ত্রাসীদের হাতে অপহরণের ২৪ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় অপহৃত তিন চালকের মধ্যে দু’জন কৌশলে পালিয়ে রুমা সদরের মুন্নমপাড়ার একটি নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে আশ্রয় নেন।
এদিকে গত সোমবার (১৯ আগস্ট) ঘটনার কয়েক ঘণ্টা পর অপহৃতদের কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে সন্ত্রাসীরা।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে দুই জনকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে সন্ত্রাসীরা। অপর গাড়ি চালককে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের রুমা-মুনলাই সড়কের মিনঝিরি সড়ক থেকে রুমা উপজেলা সদরের বড়ুয়া পাড়ার নয়ন জলদাস (২৯), চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মিজান (৩০) ও রুমা সদরের লেমুঝিরি পাড়ার বাসু কর্মকার (৩২) নামে তিন চালককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।
বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এসআরএস