বুধবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদ ও পালকের আয়োজনে এবং মানিকগঞ্জ বনায়নের সহযোগিতায় উপজেলার বানিয়াজুরী-তাড়াইল নতুন রাস্তার দুই পাশে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে আকাশমনি গাছের ২শ’ চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঘিওর উপজেলা বন কর্মকর্তা রফিকুল ইসলাম, বারসিকের জেলা আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন আনসারী, পালকের যুগ্ম আহ্বায়ক খন্দকার খালেকুজ্জামান, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখতারুজ্জামান বাবু, ঠাকুরকান্দি-তাড়াইল বন উন্নয়ন সমিতির সভাপতি আলমাছ উদ্দিন বিশ্বাস মুছা, বারসিকের সহকারী কর্মকর্তা সুবীর কুমার সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
আরএ ।