বুধবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে বাংলানিউজকে বিষয়টি জানান বাংলাদেশ ট্যানার’স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ।
সাখাওয়াত উল্লাহ বলেন, ঈদের দিন (১২ আগস্ট) প্রায় ২ লাখ ও শনিবার (১৭ আগস্ট) থেকে মঙ্গলবার (২০ আগস্ট) পর্যন্ত প্রায় চার লাখ চামড়া কিনেছেন ট্যানারি মালিকেরা।
তিনি আরও বলেন, বছরের প্রায় ৫০ শতাংশ চামড়া আসে কোরবানির ঈদ থেকে। প্রতি বছরের মতো এই ঈদে গরু-ছাগল-মহিষ-ভেড়া সব মিলিয়ে প্রায় ১০০ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল আমাদের। আশা করছি আমরা লক্ষ্যমাত্রার কাছাকাছি যেতে পারবো।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এনটি