বুধবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের তাতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আমীর হামজা ওই গ্রামের ভটভটিচালক রুবেল হোসেনের ছেলে।
রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল উদ্দিন আহম্মেদ জানান, শিশু আমীর হামজা খেলতে খেলতে বাড়ির পাশেই থাকা পুকুরে পড়ে যায়। ওই সময় তার মা বাড়িতে ছিলেন না। তিনি ফিরে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। এরই মধ্যে পুকুরের মধ্যে আমীর হামজার মরদেহ ভেসে ওঠে। পরে পরিবারের লোকজন পুকুরে নেমে তার মরদেহ উদ্ধার করেন।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এসএস/এএটি