কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের (বল্লম) আঘাতে শাহজাহান (৫০) নামে এক কৃষক খুন হয়েছেন।
বুধবার (২১ আগস্ট) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরানয়হাটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের রাস্তা নির্মাণ নিয়ে শাহজাহানের সঙ্গে প্রতিবেশী কামরুলের বিরোধ চলছিল।
বুধবার সকালে এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কামরুলের পক্ষের লোকজনের দেশীয় অস্ত্রের (বল্লম) আঘাতে শাহজাহান ঘটনাস্থলেই মারা যান।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।