বুধবার (২১ আগস্ট) হাইকমিশনে এক আলোচনা সভায় নিহতদের প্রতি শোক প্রকাশ করা হয়।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে জানানো হয়, ভারপ্রাপ্ত হাই কমিশনার এ টি এম এম রকিবুল হকের সভাপতিত্বে একুশে আগস্টের গ্রেনেড হামলাকে কালো দিবস উল্লেখ করে মিশনে আলোচনা সভা করা হয়।
সভা পরিচালনা করেন মিনিস্টার (রাজনৈতিক) এ এফ এম জাহিদ উল ইসলাম।
সভায় আরও বক্তব্য রাখেন হাইকমিশনের মিনিস্টার (প্রেস) ফরিদ হোসেন ও মিনিস্টার (কনস্যুলার) সেলিম মো. জাহাঙ্গীর।
হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি জাকির আহমেদ এ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বার্তা পাঠ করেন।
সভায় গ্রেনেড হামলায় ২০১৮ সালের রায় কার্যকর করার আহ্বান জানানো হয়। যেখানে ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং পলাতক বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এ গ্রেনেড হামলায় বেঁচে যাওয়া অন্যান্যদের জন্য দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
টিআর/আরআইএস/