বুধবার (২১ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
আব্দুল জলিল জেলার শিবগঞ্জ উপজেলার চরপাঁকা দশরশিয়া গ্রামের (বর্তমানে শিবগঞ্জ পৌর এলাকায় তর্ত্তিপুর গরু হাট এলাকায় বসবাসরত) রজবুল হকের ছেলে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বেগম বাংলানিউজকে জানান, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি বিকেলে শিবগঞ্জের নতুন আলীডাঙ্গা গ্রামের একটি আমবাগানে ৩৮৮০ পিস ইয়াবাসহ জলিলকে আটক করে র্যাব-৫। এ ঘটনায় ওইদিন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মোস্তাকিন হোসেন জলিলকে একমাত্র আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ২০১৮ সালের ১৭ এপ্রিল জলিলকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। এরপর সাতজনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানি শেষে আদালত বুধবার জলিলকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাহতাব উদ্দিন।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এনটি