বুধবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের দক্ষিণ সুতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সুলাল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
আটক মূল ঘাতক সবুজ মিয়া একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, বিকেলে শিশুদের খেলা নিয়ে বাড়ির নারী-পুরুষেরা ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে সুলালকে ছুরিকাঘাত করেন সবুজ। এতে সুলাল গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সবুজসহ ছয়জনকে আটক করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৯
এনটি