বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি জানান কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আল মামুন।
তিনি জানান, এ ঘটনায় ভিকটিম কলেজ পড়ুয়া ছাত্রীর নানা কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঞা বলেন, বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা নেওয়া হচ্ছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এমএস/এইচএডি/