বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল আলম খান বাংলানিউজকে বিষয়টি জানান।
জুনাইদ মাধবপুর উপজেলার কশিন নগরের আশরাফ উদ্দিনের ছেলে।
এরআগে, বুধবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাউছার নগর এলাকায় একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক কাশিননগর গ্রামের আউয়াল মিয়ার ছেলে আশিক মিয়া (২৭)। এছাড়াও আহত হন দুই আরোহী জুনাইদ মিয়া এবং একই গ্রামের এলাছ মিয়ার ছেলে সুমন মিয়া। তাদের উদ্ধার করে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় জুনাইদ মারা যান। এছাড়া সুমনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এনটি