বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। অলিফ একই গ্রামের অরুণ বিশ্বাসের ছেলে।
নিহতের চাচা প্রদ্যুৎ বিশ্বাস বাংলানিউজকে বলেন, দুপুরে বৃষ্টির মধ্যে ইঞ্জিনচালিত পাওয়ার টিলার দিয়ে নিজের জমি চাষ করার সময় বজ্রপাতে গুরুতর আহত হন অলিফ। এ অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক বাংলানিউজকে বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসআরএস