বৃহস্পতিবার (২২ আগস্ট) নগরের ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কদমতলী এলাকায় অভিযান চালায় সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
অভিযানে তিনটি গাড়ির গ্যারেজের মধ্যে ঢাকা মোটরসকে ৫০ হাজার টাকা, কাকলি মোটরসকে ১০ হাজার টাকা জরিমানা ও ভাই ভাই মোটরসের মালামাল জব্দ করা হয়।
সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৌফিক বক্স লিপন বলেন, ওই গ্যারেজগুলোর সামনে টায়ার ফেলে রাখায় এডিস মশার প্রজনন ঘটে। যে কারণে দুই গ্যারেজকে জরিমানা ও একটির মালামাল জব্দ করা হয়।
তিনি বলেন, এর আগে সচেতনতার লক্ষ্যে এখানকার ব্যবসায়ীদের নিয়ে সভা করা হয়। কিন্তু বৃহস্পতিবার সিসিকের অভিযানে ফের এডিস মশার লার্ভা পাওয়া যায়।
অভিযানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ছাড়াও সিসিকের কর্মকর্তা-কর্মচারী ও নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এনইউ/আরবি/