বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শীতলক্ষ্যায় তৃতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এসময় সিনহা গ্রুপের দেওয়াল আংশিক ভেঙে দেওয়ার পাশাপাশি নদী ভরাট করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামালের তত্ত্বাবধানে অভিযানের সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক মো. শহিদুল্লাহ, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজসহ অন্য কর্মকর্তারা।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল জানান, শীতলক্ষ্যা নদীর কাচঁপুর সেতুর পূর্ব পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা দু’টি তিনতলা ভবনসহ প্রায় ৩৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, শীতলক্ষ্যার তীর দখল ও ভরাট করায় সিনহা গ্রুপকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এইচএডি/