ঢাকা, শুক্রবার, ৩০ মাঘ ১৪৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ শাবান ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছায় ছেলের হাতে মা খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
মুক্তাগাছায় ছেলের হাতে মা খুন

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় রোকেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে তারই মাদকাসক্ত ছেলে রুবেল (২৮)। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুক্তাগাছা শহরের ঈশ্বরগ্রাম এলাকার আবুল কালামের তিন ছেলের মধ্যে মেজো ছেলে রুবেল (২৮) মাদকাসক্ত হয়ে পড়ে।

এ নিয়ে বুধবার (২১ আগস্ট) সকালে তার সঙ্গে কথা কাটাকাটি হলে রুবেল তার মাকে পেছন থেকে দা দিয়ে মাথা ও ঘাড়ে কুপিয়ে আহত করে।

গুরুতর আহতাবস্থায় মা রোকেয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বাংলানিউজকে জানান, এ ঘটনার খবর পেয়ে রুবেলকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।