বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে জমসিং-বাথুলি বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জর্দা বোঝাই একটি পিকআপ ভ্যানের ওপরে বসা ছিলেন ওই যুবকসহ আরও তিনজন।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া ঘাতক পিকআপটি জব্দসহ চালক গোলাপ সূত্রধরকে আটক করা হয়েছে।
নিহত ওই যুবক মানিকগঞ্জের সাটুরিয়া এলাকার বাসিন্দা ও বাক প্রতিবন্ধী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসআরএস