বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জের শুভাঢ্যা খালটি পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খালটি পুনঃখনন করে বুড়িগঙ্গা নদী ও ধলেশ্বরী নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে খাল পরিদর্শনে আসেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন, উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এনটি