বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, রোহিঙ্গা সংকট মিয়ানমার সৃষ্টি করেছে।
‘আমরা আশা করছিলাম আজ (বৃহস্পতিবার) রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। এরপরও আমরা আশায় বুক বেঁধে আছি,’ বলেন তিনি।
পড়ুন>>আটকে গেল রোহিঙ্গা প্রত্যাবাসন
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাখাইনের পরিবেশ পর্যবেক্ষণে আমরা একটি কমিশন গঠন করতে চাই। এই কমিশনে বিভিন্ন দেশের লোকজন থাকবেন। তারা সেখানকার পরিবেশ দেখবেন।
‘রাখাইনের পরিবেশ কেমন তা দেখার জন্য মাঝিরাও (রোহিঙ্গাদের স্থানীয় নেতা) যেতে পারেন। আমরা সেই প্রস্তাবও দিয়েছি। মাঝিরা সরেজমিনে দেখে এসে বলবেন, সেখানকার পরিবেশ কেমন?’
রোহিঙ্গাদের থেকে যাওয়ার জন্য যারা প্ররোচনা দেবেন তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জানিয়ে মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের থাকার জন্য অনেকেই প্ররোচনা চালাচ্ছেন। লিফলেট বিতরণ করছেন। ইংরেজিতে প্ল্যাকার্ড লিখে দিচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
টিআর/এমএ