বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরের দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। রুবেল হাড়িটানা গ্রামের মন্নান মিয়ার ছেলে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ রুবেলকে গ্রেফতার করা হয়। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। নতুন করে আরও একটি মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসআরএস