বৃহস্পতিবার (২২ আগস্ট) রাজধানীর সোনারগাঁ রোডস্থ রিহ্যাব কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
অনুষ্ঠানে নসরুল হামিদ বিপু বলেন, জাতির পিতা শুধুমাত্র স্বাধীনতা অর্জনই নয়, স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বিশ্বের দরবারে সমহিমায় প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করেছেন।
রিহ্যাব কালচারাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কামরুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন, সিনিয়র ভাইস প্রেসিডেস্ট নুরুন্নবি চৌধুরী (শাওন), ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট (২) মো. আনোয়ারুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, রিহ্যাব পরিচালক নাইমুল হাসান, প্রকৌশলী মো. আল আমিন, নজরুল ইসলাম দুলাল, মো. শাকিল কামাল চৌধুরী, লায়ন শরীফ আলী খান, প্রকৌশলী মহিউদ্দিন শিকদার, প্রদীপ কর্মকার, মোহাম্মদ আলী দিন, এএফএম ওবায়দুল্লাহ, সেলিম রাজা পিন্টু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
ইএআর/এইচএডি