বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরের মধ্যেই কালভার্টটির মেরামত কাজ শেষ করার নির্দেশনা দেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতার। সে লক্ষ্যে কালভার্টটি সংস্কার কাজের উদ্যোগ নেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
এর আগে, বুধবার (২১ আগস্ট) বাংলানিউজে ‘সড়ক তো নয় যেন মরণফাঁদ’ শিরোনামে সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারের পর নড়েচড়ে বসে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে ইঞ্জিনচালিত ট্রাক্টর ও ট্রলি নিয়ে কালভার্টটির মেরামতের কাজে অংশ নেন প্রায় ২০/২৫ জন শ্রমিক। প্রথমে তারা কালভার্টের নিচের অংশ ইটের ভাঙা অংশ (রাবিশ) ফেলে মেরামত করেন এবং পানি প্রবাহের পথকে সুগম করেন। পরে তারা ওপরের অংশে ইট, মাটি ও বালি দিয়ে মেরামত করেন।
এদিকে স্থানীয় বাসিন্দারা এ কার্যক্রমে কিছুটা স্বস্তি ফিরে পেলেও তারা এ রাস্তাসহ সিংরইল-মল্লিকপুর সংযোগ সড়কটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।
যোগাযোগ করলে ইউএনও সাবিহা সুলতার বাংলানিউজকে বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে আপাতত ক্ষতিগ্রস্ত কালভার্টটির সংযোগ স্থাপন করাসহ এ বিষয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের বাজেট এলেই স্থায়ীভাবে এটি মেরামতসহ রাস্তাটি পুনরায় মেরামতে দৃষ্টি দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এসআরএস