বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে কুমিল্লা জেলার প্রশাসক মো. আবুল ফজল মীরের নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রুবাইয়া খানম এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, নগরীর বাদুরতলায় অবস্থিত ঔশী মেডিক্যাল হলকে ওষুধ আইন ১৯৪০ এর ১৮ (এ) ও ২৭ ধারায় ১০ হাজার টাকা, কান্দিরপাড়ে অবস্থিত ড্রাগ হাউজকে ৫ হাজার টাকা ও মেসার্স কাশেম ড্রাগ হাউজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রুবাইয়া খানম বাংলানিউজকে বিষয়টি জানান।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘন্টা, আগস্ট ২২, ২০১৯
এইচএডি/