বৃহস্পতিবার (২২ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ আগস্ট ইন্দোনেশিয় সেনাবাহিনীর সদর দপ্তরে দেশটির সেনাবাহিনী প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও তার স্ত্রীকে অভ্যর্থনা জানান।
এ সময় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে সন্ত্রাস দমন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সামরিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় প্রশিক্ষণ সহায়তার ওপর বিস্তারিত আলোচনা করেন তিনি। এছাড়াও সেনাবাহিনী প্রধান বাংলাদেশে বিদ্যমান রোহিঙ্গা সমস্যা এবং ভবিষ্যতে এ সমস্যার ফলে উদ্ভুত বিভিন্ন আঞ্চলিক সমস্যা ও নিরাপত্তা হুমকি নিয়েও আলোচনা করেন।
একইসঙ্গে তিনি এ সমস্যা সমাধানে আসিয়ানের সদস্য রাষ্ট্র হিসেবে ইন্দোনেশিয়াকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সে দেশের সেনাবাহিনী প্রধানের মাধ্যমে তাদের সরকারকে অনুরোধ জানান।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এরপর সেনাবাহিনী প্রধান ইন্দোনেশিয় সশস্ত্র বাহিনীর সদর দপ্তরে যান। সেখানে সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার-ইন-চিফ তাকে অভ্যর্থনা জানান। পরে তার সঙ্গে সেনাবাহিনী প্রধান সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহায়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে আলোচনা করেন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম ক্রয়ের সম্ভাবনার বিষয় নিয়েও।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৯
এইচএডি/