বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে উপজেলার লক্ষীরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ওয়াসিম আলী উপজেলার কলেজপাড়া এলাকার মৃত মসলেমদ্দীনের ছেলে ও উপজেলা অফিস সহকারী।
পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে বোদা থেকে দেবীগঞ্জে যাচ্ছিলেন ওয়াসিম। পথে লক্ষীরহাট এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা মাহিন্দ্রার পেছনে ধাক্কা দিলে ওয়াসিম ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার বাংলানিউজকে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। যদি ওয়াসিমের পরিবার মামলা করে, তবে তা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এইচএ/