বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে কলেজের ব্যারিস্টার রফিক-উল হক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আদ্-দ্বীন মেডিক্যাল কলেজসমূহের পরিচালক ডা. আনোয়ার হোসেন মুন্সী, আদ্-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. আফিকুর রহমান, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আশরাফ-উজ-জামান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিক্যাল কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন সূচনা ও ফাতেমা ফারজানা বর্ষা।
সভায় আদ্-দ্বীন মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. আফিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও অক্লান্ত প্রচেষ্টার ফলে আমরা আজ পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ায় আত্মনিয়োগ করলে তার আদর্শ বাস্তবায়িত হবে।
বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
ইউজি/এইচএ/