বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে টেকনাফের হ্নীলা থেকে কক্সবাজারে পাচারের সময় বিজিবির মরিচ্যা চেকপোস্টে এ ইয়াবাসহ ধরা পড়েছে অটোরিকশাটির চালক মো. মিজানুর রহমান (২০)।
মিজান টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেধা এলাকার মো. বাদশা মিয়ার ছেলে।
৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বাংলানিউজকেে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা থেকে কক্সবাজারগামী সিএনজি (কক্সবাজার-থ-১১-৫৮১৮) তল্লাশি করে চালকের সিটের নিচে লুকায়িত অবস্থায় ২৪ লাখ টাকা মূল্যের আট হাজার পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। এসময় চালক মিজানুর রহমানকে আটক করা হয়।
তার কাছ থেকে পাওয়া ১১ হাজার টাকা মূল্যের দু’টি মোবাইল ফোন, বাংলাদেশি নগদ ৩ হাজার ১৭০ টাকা এবং ৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের অটোরিকশাটিও জব্দ করা হয়। জব্দ মালামালসহ মিজানকে রামু থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৪১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এসবি/এইচএ/