বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগ নেতা মোদাচ্ছেক সরদারের (৪০) ওপর এ হামলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে লক্ষ্মীপুর বাজার থেকে নিজের বাড়ি যাচ্ছিলেন মোদাচ্ছেক সরদার।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. বদরুল আলম মোল্লা বাংলানিউজকে জানান, ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এইচএ/