বৃহস্পতিবার (২২ আগস্ট) দিনগত রাতে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শাহানারা জেলা সদর উপজেলার কুশখালী গ্রামের খলিলুর রহমানের স্ত্রী।
সাতক্ষীরা হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত রোববার (১৮ তারিখ) সদর হাসপাতালে ভর্তি হন শাহানারা। চিকিৎসাধীন অবস্থায় তার অবনতি হলে বৃহস্পতিবার দিনগত রাতে তাকে খুমেক হাসপাতালে রেফার করা হলে, সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে, এদিন বিকেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের মাদ্রাসাছাত্র আলমগীর গাজীর মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা,আগস্ট ২৩, ২০১৯
এসআরএস