শুক্রবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ এ দাবি জানান সংগঠনের সভাপতি আমিরুল হক আমিন।
তিনি বলেন, শ্রমিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাকরিচ্যুত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করা হোক।
তিনি আরও বলেন, গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গার্মেন্ট শ্রমিকদের মজুরি আন্দোলনকে কেন্দ্র করে ৭ হাজার ৪৫৮ জন শ্রমিকের নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ১০৪টি কারখানা থেকে চাকরিচ্যুত করা হয়েছে ১২ হাজার ৪৩৬ জন শ্রমিককে। গ্রেফতার করা ৭৫ জন শ্রমিক জামিন পেলেও প্রতিনিয়ত পুলিশি হয়রানির শিকার হচ্ছে তারা। এর বাইরে নিহত একজন শ্রমিকের পরিবার এখন পর্যন্ত উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ আক্তার, কেন্দ্রীয় নেতা সাফিয়া পারভিন, আলেয়া বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এমএমআই/আরআইএস/