শুক্রবার (২৩ আগস্ট) সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা গ্রামের মৃত মছের আলীর ছেলে দুলাল মণ্ডল (৫২), একই গ্রামের বাসিন্দা মোকলেছুর রহমান (৫০) ও রহিদুল মিয়া (৪০)।
র্যাব- ৫ রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজিবুল আহসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদে সকালে শাহাগোলা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ট্রেন থেকে চুরি করা তিনটি ড্রামে ৬৫০ লিটার ডিজেল তেল, নগদ টাকা ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটকদের বিকেলের মধ্যে আত্রাই থানায় সোর্পদ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এসআরএস