শুক্রবার (২৩ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশীর মোড়ে এ র্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে র্যালির শুরু হয়।
র্যালির শুরুতে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের বলেন, শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল সত্য সুন্দরের জন্য। আজকে জন্মাষ্টমী উদযাপনের মধ্য দিয়ে সত্য সুন্দর প্রতিষ্টায় নব চেতনায় উজ্জীবিত হতে হবে।
মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। যতদিন শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকে ততদিন আপনাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। অন্য উৎসবও উদযাপিত হচ্ছে। আপনাদের যারা শত্রু তারা বাংলাদেশের শত্রু। সাম্প্রদায়িক অপশক্তি শুধু আপনাদের শত্রু নয়, তারা বাংলাদেশের শত্রু। সাম্প্রদায়িকতার এই বিষবৃক্ষ উৎপাটনের জন্য আপনারা শেখ হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করুন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করি।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নতুন দিগন্তে উন্নীত হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আগামী অক্টোবরে এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো নতুন উচ্চতায় উন্নীত হবে।
এতে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এসকেবি/জেডএস