বিষয়টি জেলা প্রশাসক পুলিশ সুপারকে জানানোর পর পুলিশ এ চক্রটিকে ধরতে তৎপরতা শুরু করেছে।
জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার সকালে তার সরকারি মোবাইল নম্বর থেকে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা চেয়ারম্যানের কাছে ফোন করে বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলা হয়।
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারীর কাছে টাকা চাওয়ার পর তার সন্দেহ হয়। পরে তিনি জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করেন। তখন প্রতারণার বিষয়টি ধরা পড়ে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ যাতে প্রতারিত না হয় সেজন্য মোবাইল নম্বর ক্লোন হওয়ার বিষয়টি সব উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন মহলে জানানো হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বাংলানিউজকে জানান, জেলা প্রশাসক তার মোবাইল নম্বর ক্লোন করে টাকা আদায়ের বিষয়টি জানিয়েছেন। পুলিশ এই প্রতারক চক্রটিকে ধরতে সর্বাত্মক চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
আরএ