শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যারচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত বৃদ্ধের নাম হাজী ওমর আলী।
আহত বৃদ্ধের ছেলে সূর্য মিয়া জানান, পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের হযরত আলীর ছেলে কবির, হাজী মিয়ার ছেলে বাবুল ও কামালসহ ৭/৮জন সহযোগী বাড়িতে গিয়ে তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে গুরুতর আহত অবস্থায় তার বাবাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। ঘটনার সময় বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এইচএডি/