বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার (২৩ আগস্ট) বিকেল পৌনে ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন র্যাব-১৪ এর ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ অভিযানে রেনেসাঁ অ্যাথলেটিক ক্লাবের খোকনকে (২৩) এক লাখ ১০ হাজার টাকা, শাপলা ক্লাবের আলমগীরকে (৩৫) এক লাখ টাকা, একই ক্লাবের জামালকে (৩৪) দুই লাখ টাকা, সূর্যমূখী ক্লাবের রফিকুলকে (৪৩) দুই লাখ টাকা, একই ক্লাবের শহিদুলকে (৪৫) দুই লাখ টাকা, বৈকালী ক্লাবের রফিকুলকে (৫৫) ২০ হাজার টাকা, একই ক্লাবের আমিনুলকে (৩৬) ৪০ হাজার টাকা, সিরাজ মেমোরিয়াল ক্লাবের আনোয়ারকে (৪৭) ১২ হাজার টাকা, আল-হেলাল ক্লাবের হাফিজুলকে (৩৫) ৪০ হাজার টাকা ও সাজ্জাতকে (৩৮) ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোহাম্মদ এফতেখার উদ্দিন আরও জানান, এসব ক্লাবগুলোতে আরও মোট ১৬০ জনকে কান ধরে উঠবস করিয়ে ছেড়ে দেওয়া হয়। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার করা মোট ১৯৭টি মোবাইল ও প্রায় ৫০০ সেট তাস নষ্ট করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এমএএএম/এসএ