শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানা যায়নি।
বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) উৎপল জানান, কড্ডা বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
আরএস/এইচএডি