শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে শহরের বিআইপি কলোনীর পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অর্থ সহায়তা ও টিন তুলে দেওয়া হয়।
এসময় ক্ষতিগ্রস্ত ৯ ব্যবসায়ী নগদ ৬ হাজার টাকার পাশাপাশি এক বান করে ঢেউটিনও পেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, মহানগর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন, রায়পাশা কড়াপুর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আব্দুল্লাহ জিন্নাহ প্রমুখ।
চলতি মাসের মাঝামাঝি সময়ে বরিশাল সদরের ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সোলনা বাজারে আগুনে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৯
এমএস/এইচএডি