শনিবার (২৪ আগস্ট) সকালে নগরের আলাদা স্থান থেকে তাদের আটক করে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ।
আটক দুইজন হলেন- বানারীপাড়া উপজেলার বাসিন্দা মোক্তার সরদারের ছেলে সোহাগ মিয়া (২৯) ও বরগুনা জেলার বাসিন্দা মৃত আব্দুল হামিদের ছেলে মেহেদি হাসান মনির (৪৩)।
জানা গেছে, শনিবার ভোরে নগরের ডিআইজি অফিসের সামনে চেকপোস্ট বসায় এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় সোহাগকে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী নথুল্লাবাদ এলাকা থেকে মেহেদিকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাস।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমএস/এসএ