জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (২৪ আগস্ট) বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সোনার বাংলায় আর কোনো গ্রাম থাকবে না।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বরিশাল জেলার যেসব এলাকায় নদী ভাঙন রয়েছে শিগগির সেসব পয়েন্টে ভাঙন প্রতিরোধে কাজ শুরু হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু, মহানগর আওয়ামী লীগের সদস্য মাহমুদুল হক খান মামুন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, স্থানীয় আওয়ামী লীগ সভাপতি মামুন তালুকদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান মুন্না প্রমুখ।
সভার শেষ পর্যায়ে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগস্টের সব শহীদদের জন্য বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী স্পিডবোটযোগে সদর উপজেলার তালতলী ও চরমোনাই ইউনিয়নের বিভিন্ন নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৯
এমএস/এইচএডি